• Latest News

    Make a Web site at Your own name within 10 Minutes/নিজের নামে ওয়েবসাইট তৈরি করুন ১০ মিনিটে

    Best Tutorial and Multiple concepts Blog Content for Tech and Love

    6.8.15

    Passport's Essential Paper and Process PA / আসুন জেনে নেই পাসপোর্ট এর দরকারি কাগজ পএ

     Passport's Essential Paper and Process PA

     Passport's Essential Paper and Process PA
    BD Passport

    পাসপোর্ট করতে হলো আপনাকে জানতেই হবে


    আস্ সালামুআলাইকুম
    আশা করি সবাই ভালো আছেন,শুরু করছি আজকের টিউন আপনাদের জন্য।


    পাসপোর্টের ধাপ অন লাইনে/হাতে পূরনকৃত ছবিসহ সত্যায়িত এমআরপি আবেদন ফর্ম, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ, পাসপোর্ট ফি জমা দানের ব্যাংক রসিদ এবং ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগীয়/জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস/ MOFA/ বিদেশস্থ্ বাংলাদেশ মিশনে (আবেদনকারীকে স্বশরীরে উপস্হিত হয়ে) দাখিল করতে হয়। 

    অত:পর কম্পিউটারে তথ্য এন্ট্রি এং বায়োমেট্রিক তথ্য (ছবি, আঙ্গুলের ছাপ, ডিজিটাল স্বাক্ষর) গ্রহণ করে আবেদনকারীকে একটি রসিদ দেয়া হয়। 

    পেমেন্ট ভেরিফিকেশন, অনুকূল পুলিশ প্রতিবেদন এবং কর্তৃপক্ষের অনুমোদনের পর পাসপোর্ট পার্সোনালাইজেশন করে নির্ধারিত অফিসসমূহে ডাকযোগে পাঠানো হয়। অত:পর নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট অফিস থেকে আবেদনকারী পাসপোর্ট সংগ্রহ করে থাকেন। 

    *** http://www.dip.gov.bd/?q=node/55- এ লিংকে পাসপোর্ট তৈরির জন্য যে ফর্মটি পূরণ করতে হয়, তা দেয়া আছে এবং এটি আপনি প্রিন্ট করে আপনার সকল তথ্য হাতে লিখে সংশ্লিষ্ট অফিসে জমা করতে পারবেন।

    Passport's Essential Paper and Process PA

    কোথায় কি ভাবে করবেন পাসপোর্ট এর জন্য


    সেবা ও কর্মকর্তা সেবা প্রাপ্তির স্থানঃ

     ১. বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস 
    ২. আঞ্চলিক পাসপোর্ট অফিস 
    ৩. বিদেশস্থ বাংলাদেশি মিশনসমূহ 
    ৪. পররাষ্ট্র মন্ত্রণালয় (কূটনৈতিক পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে। 

    দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীঃ 

    ১. বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর -এর নিয়ন্ত্রণাধীন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/ আঞ্চলিক পাসপোর্ট অফিস এর দায়িত্বে নিয়োজিত পরিচালক / উপ-পরিচালক/সহকারী পরিচালক/ উপসহকারী পরিচালক 
    ২. বিদেশস্থ বাংলাদেশি মিশনসমূহ-এ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা 
    ৩.পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

    সময় ও ফি


    ময় ও ফি সময়ঃ
    সাধারণ ফিস এর ক্ষেত্রে ১৫ কর্ম দিবস। - জরুরী ফিস এর ক্ষেত্রে ৭ কর্ম দিবস। 
    প্রয়োজনীয় ফিঃ - সাধারণ ফিঃ ৩০০০ টাকা। - জরুরী ফিঃ ৬০০০ টাকা। - সরকারি আদেশে বিনামূল্যে।

    আসুন জেনে নেই পাসপোর্ট এর দরকারি কাগজ পএ

    এখানে আমি পাসপোর্ট এর প্রসেস প্রক্রিয়ার একটি ছবি সহ দরকারি জিনিস উল্লেখ করলাম
    প্রয়োজনীয় কাগজপত্র - পূরনকৃত ছবিসহ সত্যায়িত এমআরপি আবেদন ফর্ম, - পাসপোর্ট ফি জমাদানের ব্যাংক রসিদ,

    জাতীয় পরিচয়পত্র/ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের ফটোকপি. - - সরকারি আদেশ(GO)/ছাড়পত্রের(NOC) ফটোকপি, - - টি.আই.এন সনদের কপি,

    অবসর গ্রহণের প্রমাণপত্র ও প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহের (যেমনঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।

    Passport's Essential Paper and Process PA Structure Image 

     Passport's Essential Paper and Process PA
    Passport Process

    1 comment:

    1. Stock Graphy, Download Unlimited Free Stock Images, Photos, Vectors and Free Psd File,Unlimited High Quality Photography Images.No copyright attribution.
      https://stockgraphy.net/downloads

      ReplyDelete