• Latest News

    Make a Web site at Your own name within 10 Minutes/নিজের নামে ওয়েবসাইট তৈরি করুন ১০ মিনিটে

    Best Tutorial and Multiple concepts Blog Content for Tech and Love

    19.8.15

    Elementary talk about making knowledge / ইলম হাছিল (জ্ঞান অর্জন) করা

    Elementary talk about making knowledge 

    ইলম হাছিল (জ্ঞান অর্জন)  করা সম্পর্কিত প্রাথমিক কিছু কথা

     Elementary talk about making knowledge / ইলম হাছিল (জ্ঞান অর্জন)  করা
    Hadith


    আস্ সালামু আলাইকুম।

    কেমন আছেন সবাই। নিশ্চই ভালো, আজকে অনেক ভেবে চিন্তে আপনাদের সবার জন্য আমার সাইটের নতুন একটি সংযোজনের শুভ উদ্ভোধন করলাম।

    আল্লাহ তায়ালার রাজি খুশি হাছিল করার উদ্দেশ্য তার জ্ঞান পিপাশু বান্দাদের জন্য আপনার আমার সুপরিচিত বিশিষ্ট আলমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন সাহেবের রচিত মানব জিবনের সব রকমের বিধি - বিধান সম্বলিত ('আহকামে যিন্দেগী ')

    এই কিতাবটি একটি এমন কিতাব যা ইসলামিক হুকুম আহকাম গুলো সহীহ ভাবে জনার জন্য এর বিকল্প নাই।

    তাই শুরুতেই ইলমের প্রোয়জনীয়তা নিয়ে সামান্য একটু লিখলাম। ↓

    ইলম কাকে বলে :

    ইলম এর শাব্দিক অর্থ জ্ঞান। ইসলামের পরিভাষা অনুসারে  কুরআন হাদীছ তথা ইসলামের জ্ঞানকেই ইলম বলা হয়। ইলম এর সাথে সাথে আমলও কাম্য। আমল বিহীন ইলম, ইলম হিসেবে আক্ষায়িত হওয়ার যোগ্য নয়।

    ইলম হাছিল করার গুরুত্ব :

    আবশ্যক পরিমান ইলম হাছিল করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরযে আইন। আর ফরয তরক করা কবীরা গোনাহ।

    আবশ্যক পরিমান (যা সকলের ফরযে আইন) বলতে বুঝায়  নামাজ, রোযা, ইত্যাদি ফরয বিষয় এবং দৈনন্দিন জিবনের প্রোয়জনীয় লেন-দেন ও কায়কারবার সম্পর্কিত বিষয়াদির মাসআলা - মাসায়েল ও হুকুম আহকাম জানা ।

    আবশ্যক পরিমান অপেক্ষা অতিরিক্ত ইলম যা অন্যেরও উপকারার্থে প্রোয়জন তা হাছিল করা ফরযে কেফায়া অর্থাৎ, কতক লোক এরূপ অবশ্যই থাকতে হবে যারা দ্বীনের সব বিষয়ে সমাধান বলে দিতে পারবেন। নতুবা সকলেই ফরয তরকের পাপে পাপী হবে।

    তাই এলাকায় প্রোয়জনীয় সংখ্যক বিজ্ঞ আলেম থাকা আবশ্যক।

    ইলমের ফযিলত :

    কুরআনে কারীমে ইরশাদ হয়েছে : তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে (কুরআন হাদীছের) জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তা'য়ালা তাদের মর্যাদা অনেক উচু করে দেন।
    (সুরা মুজাদালা ১১ :)

    আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনী বুঝ দান করেন।
    (বোখারী ও মুসলিম)

     Elementary talk about making knowledge / ইলম হাছিল (জ্ঞান অর্জন)  করা

    হযরত আবু গিফারী (রা:)বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন : হে আবু যর! তুমি যদি সকাল বেলায় গিয়ে কুরআনের একটি আয়াত শিক্ষা কর, তা হলে তোমার জন্য তা একশত রাকআত নফল পরা থেকেও উওম।

    আর যদি সকাল বেলায় গিয়ে ইলমের একটি অধ্যায় শিক্ষা কর, তাহলে তোমার জন্য তা এক হাজার রাকআত নফল পরা থেকেও উওম। (ইবনে মাজা)

    ইলম হাছিল করার পদ্ধতি :

    সাধারনত : তিন পদ্ধতিতে ইলম হাছিল করা যায়

    (১) নিয়মিত কোন উস্তাদ থেকে।
    (২) দ্বীনী কিতাবাদি পাঠ করে।
    (৩) কারো থেকে ওয়াজ নছীহত বা দ্বীনী অালোচনা শুনে কিংবা জিজ্ঞাসাবাদ করে।

    এই তিনটি পদ্ধতির প্রত্যেকটির ক্ষেেএ কিছু নীতিমালা রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী লেখায় সে গুলোর বিস্তৃত আলোচনা করা হবে, তাই নিয়মিত ভিজিট করুণ আমাদের এখানে, আর সমস্যার কথা জানান কমেন্ট এর মাধ্যমে।

    বি : দ্র :
    আমল কারী ও প্রচার কারী সমান সওয়াবের অধিকারী। আরো জানতে ভিজিট করুন এখানে

    1 comment:

    1. Stock Graphy, Download Unlimited Free Stock Images, Photos, Vectors and Free Psd File,Unlimited High Quality Photography Images.No copyright attribution.
      https://stockgraphy.net/downloads

      ReplyDelete