• Latest News

    Make a Web site at Your own name within 10 Minutes/নিজের নামে ওয়েবসাইট তৈরি করুন ১০ মিনিটে

    Best Tutorial and Multiple concepts Blog Content for Tech and Love

    6.8.15

    Learn About the Issue of Visas and Process / জানুন ভিসা ইস্যু সম্পর্কে

    Learn About the Issue of Visas and Process

    Learn About the Issue of Visas and Process
    Visa Submit

    ভিসা যাচাই করবেন যেভাবে


    ভিসা যাচাই ভিসা হাতে পাবার পর ভিসা চেকিং করা একটি জরুরি বিষয়। আপনার ভিসাটি সঠিক কিনা তা যাচাই করাকেই বলে ভিসা চেকিং বা পরীক্ষা করা। 

    ভিসা চেকিং (ভিসা সঠিক কিনা তা যাচাই) বা পরীক্ষার জন্য আপনাকে ঢাকায় অবস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিসের ওয়ানস্টপ সার্ভিস ডেস্ক-এর সহায়তা নিতে হবে। 

    আপনি সঠিক ভিসায় কর্মী হিসেবে বিদেশে যাচ্ছেন কিনা তা নিশ্চিত করার জন্য ভিসা চেকিং বা পরীক্ষা করা খুব প্রয়োজনীয় একটি ধাপ। কুইক ডেলিভারি সার্ভিস ডেস্ক বিএমইটি অফিস বিল্ডিং (নিচতলা) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 

    (বিএমইটি) ৮৯/২, কাকরাইল ঢাকা-১০০০

    Learn About the Issue of Visas and Process

    ভিসা ইস্যুর পোয়জনীয় কাগজ পএ


    প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরম, ব্যাংক রশিদ, পাসপোর্ট, পাসপোর্ট ও ভিসার ফটোকপি, ছবি, স্পন্সরশিপ লেটার, 

    ওয়ার্ক পারমিট , নিরাপত্তা সনদ (শ্রেণী ভেদে, রেসিপ্রোসিটি অনুযায়ী) প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্হার প্রতিবেদন

    জানুন ভিসা ইস্যু সম্পর্কে

    ভিসা ইস্যু 

    ১. অন লাইনে/ হাতে পুরণকৃত মেশিন রিডেবল ভিসা (এমআরভি) আবেদন ফর্ম ছবি ও ভিসা শ্রেণি ভিত্তিক প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিস দাখিল করতে হয়। 

    ২. কম্পিউটারে তথ্য এন্ট্রি এবং বায়োমেট্রিক তথ্য (ছবি, আংগুলের ছাপ, ডিজিটাল স্বাক্ষর) গ্রহণ করা হয়। 

    ৩. পেমেন্ট ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন এবং হোসট এডি/ডিডি অনুমোদনের পর ভিসা প্রিন্ট হয়ে সংশ্লিষ্ট পাসপোর্টে ভিসা স্টিকার লাগানো হয়। 

    ৪. আবদেনকারী নির্ধারিত তারিখ সংশ্লিষ্ট অফিস থেকে গ্রহণ করে থাকেন। 

    ** ভিসা পেতে ৩-৪৫ দিন সময় লাগে।

    No comments:

    Post a Comment